সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ
- আপডেট সময় : ০৭:৩০:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
- / ১৮৮১ বার পড়া হয়েছে
জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠন। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে হত্যাকারী আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান বাবুসহ সব হত্যাকারীকে দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান সাংবাদিক নেতারা। তারা বলেন, রাজনৈতিক ছত্রছায়ার কারণেই সাংবাদিক হত্যার মতো এমন ন্যাক্কারজনক হত্যাকাণ্ড সম্ভব হয়েছে। হত্যাকারী ইউপি চেয়ারম্যান বাবুকে অবিলম্বে দল ও ইউনিয়ন পরিষদ থেকেও বহিষ্কারের আহবান জানান সাংবাদিক নেতারা।
জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় সকালে জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদ সভা করে সাংবাদিক সংগঠন- বিএফইউজে ও ডিইউজের নেতারা।
এসময় সাংবাদিক সংগঠনের নেতারা জানান, রাজনৈতিক ছত্রছায়ার কারণেই বেপরোয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা এমন হত্যাকাণ্ড ঘটানোর দুঃসাহস পেয়েছে। সুষ্ঠু বিচার না হলে প্রশাসনকে বয়কটসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারী দেন তারা। এসময় সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল জানান, দেশে বিচারহীনতার সংস্কৃতি থেকেই সাংবাদিক হত্যার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। দলীয় পরিচয়কে উপেক্ষা করে সরকারকে কঠোর ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি।
বুধবার রাতে বাড়ি ফেরার পথে জামালপুরের বকশীগঞ্জের পাথাটিয়ায় আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান বাবুসহ ১০/১২ জন দুর্বৃত্ত সাংবাদিক নাদিমকে হত্যা করে পালিয়ে যায়।