নাদিম হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন
- আপডেট সময় : ০৬:২০:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
- / ১৭৩২ বার পড়া হয়েছে
জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানি নাদিমকে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জেলায় সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন হয়েছে। দুপুরে জেলা প্রেসক্লাবের সামনে কর্মসূচিতে অংশ নেন ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের নেতা ও স্থানীয় সাংবাদিকরা।
দুপুরে একই দাবি ও প্রতিবাদে শেরপুর প্রেসক্লাবের আয়োজনে ডিসি গেইটের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। চুয়াডাঙ্গায় জড়িতদের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন সাংবাদিকরা।প্রতিবাদ ও খুনীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন করেছে পটুয়াখালী জেলা প্রেসক্লাব।
নীলফামারীতে মানববন্ধন করেছে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। কর্মসূচিতে সাংবাদিক নেতারা নাদিমকে হত্যা মূল পরিকল্পনাকারী ইউপি চেয়ারম্যান বাবুর ছেলে রিফাতসহ বাকী আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। দ্রুত ট্রাইব্যুনাল আইনে তিন মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে বলেও জানান তারা। পাশাপাশি রাষ্ট্রকে নাদিমের মা, স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের দায়িত্ব গ্রহণসহ সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করণে প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান বক্তরা।
সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ বিচারের দাবিতে বরগুনায় ৬ সংগঠন মানববন্ধন করেছে। সকাল ১১ টায় জেলা প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচিতে সারাদেশের সাংবাদিক নির্যাতন, হত্যা, গুমের মামলা দ্রুত নিষ্পত্তির দাবি জানান নেতারা।