নানা আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন
- আপডেট সময় : ০১:৫৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, রেলি, কেক কাটা, সেমিনার, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে জেলা-উপজেলায় সরকারি-বেসরকারিভাবে শেখ রাসেল দিবস পালন করা হচ্ছে।
বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে সকালে চট্টগ্রামে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। এছাড়া চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসুচী পালন করে।
পটুয়াখালীতে রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শুরু করে জেলা প্রশাসন। পরে শিল্পকলা একাডেমিতে কেককাটা ও আলোচনা সভা হয়। বিশেষ দোয়া, শিশু-কিশোরদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ, বাস্কেটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত নির্ভিক’ শ্লোগানে নেত্রকোনায় পালিত হয় শেখ রাসেল দিবস। মোক্তারপাড়া মুক্তমঞ্চে রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু ও জেলা প্রশাসন কর্মকর্তারা।
নড়াইলেও জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও রেলী বের হয়। পরে সেমিনার ও কেক কাটা হয়।
মেহেরপুর শিল্পকলা একাডেমিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নেতৃত্বে রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বের হয় রেলি।
ময়মনসিংহে নানা আয়োজনে পালিত হয় রাসেলের ৫৯তম জন্মদিন। সার্কিট হাউজ ময়দানে শ্রদ্ধা নিবেদন শেষে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
টাঙ্গাইলে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও রেলি শেষে কেক কাটা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুড়িগ্রাম কালেক্টরেট প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ শীর্ষক সেমিনার শেষে ‘স্বপ্নকুড়ি’ অডিটরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে ‘প্রিয় শেখ রাসেল’ প্রেজেন্টশন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া,নাটোর, রংপুর, চাঁদপুর, ফরিদপুর, বরিশালসহ নানা আয়োজনে পালিত হয় রাসেলের ৫৯তম জন্মদিন