নানা আয়োজনে সারাদেশে পালিত হচ্ছে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আপডেট সময় : ০৫:১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর সমাধি ও প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শোভাযাত্রা আনন্দ মিছিলসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন নেতাকর্মীরা। একইসময় প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও নবনির্বাচিত সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর খোকন সেরনিয়াবাতের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করা হয়।
নানা কর্মসূচীর মধ্য দিয়ে কুমিল্লা নগরীর দলীয় কার্যালয়ে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার ও অন্যান্য নেতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।
নানা আয়োজনে সাভারে পালিত হয়েছে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী।দুপুরে সাভার উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবসহ দলীয় নেতাকর্মীরা।
জামালপুরে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ এবং সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দসহ সহযোগী সংগঠনের নেতারকর্মীলা।
ফরিদপুরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পুস্পমাল্য অর্পণ করা হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। বের হয় বর্ণাঢ্য রেলী।
আপস:…..
নওগাঁতেও দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এক মিনিট নীরবতা ও সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।
নেত্রকোণায় দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় আওয়ামী লীগ। নেতৃত্ব দেন দলের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান।
নাটোর শহরের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, এক মিনিটি নিরবতা পালন, দোয়া মাহফিল ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে মানিকগঞ্জেও পালিত হয় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।