নানা আয়োজনে সারা দেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
- আপডেট সময় : ০৫:২১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন-এই প্রতিপাদ্যে দেশের বিভিন্ন জেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
রাজশাহীতে জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনা সভায় জানানো হয়েছে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে দেড় কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করে দেয়া হয়েছে। চলতি বছরের এপ্রিল পর্যন্ত ১৩ হাজার ৯৩৩টি মামলায় সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে ১০ হাজার ৯০৩ টি মামলা নিস্পত্তি হয়েছে। ২০১৭ সাল হতে এ পর্যন্ত বিনামূল্যে আইনি পরামর্শ গ্রহণ করেছেন এক হাজার ৬৫৫ জন। ২০১৬ সাল হতে চলতি বছরের এপ্রিল পর্যন্ত বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির জন্য আবেদন করেছেন এক হাজার ২৬২ জন। এর মধ্যে নিস্পত্তি হয়েছে এক হাজার ১০৮ টি মামলা।
ময়মনসিংহে বর্ণাঢ্য রেলী, আলোচনা সভা, মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। সকালে জেলা লিগ্যাল এইড কমিটি এবং সিনিয়র জেলা ও দায়রা জজের আয়োজনে বেলুন এবং পায়রা উড়িয়ে রেলীর উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন।
জামালপুরে জেলা জজ আদালত থেকে শোভাযাত্রা বের হয়। পরে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা ও দায়রা জজ এহসানুল হক, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, জেলা বার সভাপতি আমান উল্লাহ আকাশসহ অনেকে।
খাগড়াছড়িতে গত এক বছরে জাতীয় আইনগত সহায়তা সংস্থা থেকে সুবিধা পেয়েছেন ৭৭০ জন। এর মধ্যে ২৫৫টি আবেদন বিকল্প বিরোধের মাধ্যমে নিস্পত্তি করা হয়। ৪১৫ জনকে আইনী পরামর্শ ও ১৮০ জনকে আইনী সহায়তা দেয়া হয়। এসব সহায়তা পেয়েছেন ৯ উপজেলার অসহায়, দরিদ্র, অস্বচ্ছল পরিবার। আইনগত সহায়তা দিবসের আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়।
গাইবান্ধা জেলা লিগ্যাল এইড কমিটি উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবসটি পালিত হয়েছে। বিকেলে আদালত প্রাঙ্গন থেকে বণাঢ্য রেলী বের হয়ে শহরের গুরুত্বর্পূন সড়ক প্রদক্ষীন শেষে পৌর পার্কে গিয়ে শেষ হয়। এর আগে পায়রা ও বেলুন উড়িয়ে উদ্ধোধন করেন সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি রিয়াজ উদ্দিন খান, জেলা লিগ্যাল এইড কমিটি চেয়ারম্যান মোঃ আবুল মনসুর মিয়াসহ আরো অনেকেই।,
দিনটি উপলক্ষে চুয়াডাঙ্গাতেও জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে শোভাযাত্রা বের হয়। পরে আলোচনা সভা হয়।
ঝিনাইদহে আদালত চত্বর থেকে রেলী বের হওয়ার পর আলোচনা সভায় জেলা জজ মোঃ নাজিমুদ্দৌলা, পুলিশ সুপার আশিকুর রহমানসহ বিচারক ও স্থানীয় আইনজীবীরা বক্তব্য রাখেন।
বরগুনায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, পুলিশ প্রশাসন, আইনজীবি, বিচারপ্রার্থী ও জনসাধারণের অংশগ্রহণে বের হয় শোভাযাত্রা।
ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড সম্পর্কে আইনগত সহায়তা পেতে প্রচার-প্রচারণার আহ্বান জানান বক্তারা।
মানিকগঞ্জে জজ কোর্ট চত্ত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে রেলি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
সাতক্ষীরায় জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে রেলী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জেলা আইন সহায়তা কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ বরিউল ইসলামের নেতৃত্বে বাগেরহাট আদালত চত্বর থেকে শোভাযাত্রা বের হয়।
এছাড়াও ফেনী, বাগেরহাট, পিরোজপুর, নড়াইল, নওগাঁ, লক্ষ্মীপুর ও মাগুরায় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।