নানা আয়োজনে বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব শরণার্থী দিবস
- আপডেট সময় : ০১:৫৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
নানা আয়োজনে বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব শরণার্থী দিবস। দিবসটি যখন পালিত হচ্ছে তখন বিশ্বের সবচেয়ে বড় শরনার্থী শিবির বাংলাদেশের কুতুপালংয়ে বাস করছে লাখ লাখ রোহিঙ্গা। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া বার বার পিছিয়ে যাওয়ায় হতাশ স্থানীয়রা।
কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় প্রায় ৯ বর্গ মাইল জুড়ে ৭ লক্ষাধিক রোহিঙ্গার বসবাস । বাকিদের অস্থায়ী ঠিকানা হয়েছে টেকনাফে। বিভিন্ন সময়ে আসা এ শরণার্থীরা বলছেন, তারা স্বদেশে ফিরতে চান মর্যাদার সাথে।
এদিকে মিয়ানমার সরকারের অসহযোগিতায় এখনো আলোর মুখ দেখেনি বহুল প্রত্যাশিত প্রত্যাবাসন প্রক্রিয়া। রোহিঙ্গারাও ক্যাম্পে খুন, ধর্ষণ ও মাদক পাচারসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে, এমন অভিযোগ স্থানীয়দের
দু’দেশের চুক্তির পরও প্রত্যবাসনই যেখানে শুরু হয়নি, সেখানে এখনো থেমে থেমে রোহিঙ্গার অনুপ্রবেশ নতুন ভাবে ভাবিয়ে তুলেছে সরকারকে। তবে রোহিঙ্গা অনুপ্রবেশ কঠোর ভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সর্বশেষ তথ্য মতে, ৭টি ক্যাম্পে মোট ১১ লাখ ১৮ হাজার ২শ’ ৫৯জন রোহিঙ্গা শরনার্থীর বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হয়েছে।