নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে
- আপডেট সময় : ০৫:০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬১৫ বার পড়া হয়েছে
আলোচনা সভা এবং বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন জেলায় বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। তবে রাজবাড়ীতে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন।
আনন্দ শোভাযাত্রায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে মুহূর্তেই রাজবাড়ী শহর রণক্ষেত্রে পরিণত হয়। দুপুরে জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবন থেকে শোভাযাত্রা বের হয়ে পান্না চত্বর প্রদক্ষিণ করে পুনরায় তার বাসায় যাওয়ার পথে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে বর্ণ্যাঢ্য রেলী করে বিএনপি। নানা সাজে সজ্জিত হয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
চাঁদপুরের কচুয়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়। প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন।
মেহেরপুরে সরকারী কালেজ মোড় থেকে রেলি বের করে স্থানীয় বিএনপি।
ময়মনসিংহের ভালুকায় বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা এবং দোয়া মাহফিল হয়।
কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে আলোচনা সভা করে জেলা বিএনপির।
ঝিনাইদহের কালীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে থেকে রেলী বের করে স্থানীয় বিএনপি।
এদিকে, দীর্ঘ প্রতীক্ষার পর মুন্সীগঞ্জ, সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।