নানা জটিলতায় অনিশ্চয়তার মুখে পড়েছে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষা প্রকল্প
- আপডেট সময় : ০৩:০০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
- / ১৫৮০ বার পড়া হয়েছে
মেয়াদ শেষে নতুন করে চালু করতে নানা জটিলতায় অনিশ্চয়তার মুখে পড়েছে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষা প্রকল্প। এতে ভবিষ্যত নিয়ে শঙ্কায় আছেন ২ লাখের বেশি শিক্ষার্থী ও ২ হাজার শিক্ষক। করোনা মহামারীতেও গত ৬ মাস ধরে বেতন-ভাতা পাচ্ছে না ইসলামিক ফাউন্ডেশনের দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসার দুই হাজার ২০ জন শিক্ষক। ফলে মানবেতর জীবনযাপন করছেন তারা। প্রধানমন্ত্রীর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান দারুল আরকাম মাদ্রাসা আলাদা প্রকল্প আকারে পাশ হবে, এমনটাই প্রত্যাশা শিক্ষকদের
ধর্মীয় শিক্ষার প্রচার ও প্রসারে লক্ষে ইসলামিক ফাউন্ডেশন ২০১৭ সালে দেশের প্রতি উপজেলায় প্রতিষ্ঠা করে ১ হাজার ১০টি দারুল আরকাম এবতেদায়ি মাদ্রাসা ।
১ হাজার ১০জন কওমি ও ১ হাজার ১০জন আলিয়া মাদরাসার সনদধারী শিক্ষক নিয়োগের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়।কওমি সনদের স্বীকৃতির পর এটিই প্রথম কওমি আলেমদের সরকারি নিয়োগ।
গত ৩১ ডিসেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হলেও ধর্ম-মন্ত্রণালয়ের বিশেষ চাহিদায় প্রকল্পের কার্যক্রম চলমান রাখা হয়। তবে গত ৬ মাস ধরে বেতন-ভাতা পাচ্ছে না দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা।
প্রকল্পটির মেয়াদ শেষ হলেও , নতুন করে প্রকল্পটি চালু করতে কাজ চলছে বলে জানান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক।
প্রকল্প জটিলতা দুর করে দ্রুত মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান দারুল আরকাম মাদ্রাসা আলাদা প্রকল্প আকারে পাশ হবে, এমনটাই প্রত্যাশা শিক্ষকদের।