নানা দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিএনপি’র মানববন্ধন ও সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৫:৪৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
নানা দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে
রংপুরের গঙ্গাচড়ায় বিএনপি’র বিক্ষোভ মিছিলে নেতাকর্মীদের উপর পুলিশি হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলের আহ্বায়ক সাইফুল ইসলাম।
নওগাঁয় চারদিনের অর্ধদিবস কর্মবিরতি শেষে দাবি আদায়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে ৪ দিনের কর্মবিরতি পালন করে অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ পরিষদ।
ঢাকায় কেনা জমি ফেরত পেতে এবং স্থানীয় ভূমিদস্যু, চাঁদাবাজ ও দালালদের প্রাণনাশের হুমকী বন্ধের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন গোপালগঞ্জের মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন।
মুন্সীগঞ্জের শ্রীনগরের রাঢ়ীখালে স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন কলেজের সহকারী প্রধান শিক্ষক- মোশারফ হোসেন কর্তৃক ছাত্রীদের যৌন হয়রানী ও অপত্তিমূলক কথা বলায় প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা দ্বিতীয় দফায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। গত ১১ সেপ্টেম্বর একই দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।