নানা সংকটে ভাষা শহীদ আবদুস সালামের পরিবার
- আপডেট সময় : ০১:৫৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬২৪ বার পড়া হয়েছে
ভাষা শহীদ আবদুস সালামের বাড়ীতে একটি স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগারসহ দেয়াল ছবি ছাড়া নেই কোন স্মৃতিচিহ্ন। স্থানীয়দের জানান, তার পরিবারের অবস্থা অতটা ভাল-না।
বছরের ফেব্রুয়ারী মাস ছাড়া সালাম নগরের খবর রাখেনা কেউই। জেলা পরিষদ বলছে, সালামের স্মৃতি রক্ষার্থে নেয়া হয়েছে নানা উদ্যোগ।
ফেনীর দাগন ভুঞায় ভাষা শহীদ আবদুস সালামের বাড়ীর পাশে ২০০৮ সালে নির্মাণ করা হয় শহীদ সালাম জাদুঘর ও গ্রন্থাগার। এর পর পেরিয়েছে এক যুগেরও বেশী সময়। কিন্তু পুর্ণাঙ্গ রূপ পায়নি দর্শনীয় স্থান।
জাদুঘরে তিন হাজারের মত বই থাকলেও নেই সালামের স্মৃতির ছিটেফোঁটাও।সারা বছর দেখা মেলেনা পাঠকদের। ফেব্রুয়ারী এলেই আনা গোনা বাড়ে সব মহলের।
নতুন প্রজন্মের কাছে ভাষা শহীদ সালামের নামে ফেনী নোয়াখালী আঞ্চলিক সড়কে একটি তোরণ তৈরীসহ তার নামে বিশ্ববিদ্যালয় ও কমিউনিটি ক্লিনিক স্থাপনের দাবী পরিবার ও স্থানীয়দের।
সালাম নগরকে চিনতে মহাসড়কে তোরণ নির্মাণের কাজ করার কথা জানান জেলা পরিষদ।
ভাষা শহীদের আত্মদান বাঙালীর চেতনা ও দেশ প্রেম জাগ্রত করতে ভুমিকা পালন করবে মনে করে দর্শনার্থীরা।