নানা সমস্যায় গাইবান্ধায় বাড়ছে বয়স্ক শ্রমিকের সংখ্যা
- আপডেট সময় : ০৭:৫১:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
- / ১৬৬১ বার পড়া হয়েছে
নানা সমস্যায় গাইবান্ধায় বাড়ছে বয়স্ক শ্রমিকের সংখ্যা। জীবিকার তাগিদে অনেক ঝুঁকিপূর্ণ কাজও করতে হচ্ছে তাদের। তার উপর রয়েছে মজুরি বৈষম্য। সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত তারা।
৭০ বছর বয়সী কাদের মিয়াকে এখানো ছুটতে হয় পেটের তাগিদে। ৫ সদস্যদের পরিবারের দায়িত্ব তার কাঁধে। প্রতিদিন সকালে রিক্সা নিয়ে বের হয়ে বাড়ি ফেরেন গভীর রাতে। যা আয় হয় তা দিয়ে চলে সংসার। তবে দ্রব্যমূল্য বৃদ্ধিতে মাছ-মাংস তার নাগালের বাইরে।
শুরু কাদের মিয়া নয়, তার মত এমন বয়স্ক কর্মজীবির দেখা মিলবে শহরের অলিতে গলিতে। কেউ রিক্সা চালিয়ে, কেউ অন্য দোকানে কাজ করে শ্রম বিক্রি করেন। জীবনের শেষ বেলায় যেখানে বিশ্রাম নেয়ার কথা, সেখানে পরিবারের দায়িত্ব পালন করতে হচ্ছে তাদের। জীবিকার তাগিদে ঝুঁকিপূর্ণ কাজও করছেন অনেকে।
স্থানীয়রা বলছেন, বিবাহ বিচ্ছেদসহ বিভিন্ন কারণে বাড়ছে বয়স্ক শ্রমিকের সংখ্যা। তার উপর পরিবারের সদস্য বেশী হওয়ায় জীবনের পড়ন্তবেলাতেও পরিশ্রম করতে হচ্ছে বয়স্কদের।
এদিকে..বয়স্ক ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়ার কথা বলছেন সমাজ সেবা দপ্তরের এই কর্মকতা।
জেলায় বয়স্ক শ্রমিকের সংখ্যা কত তার কোন তথ্য নেই কোন দপ্তরে।