নান্দাইলে সড়ক দুর্ঘটনায় দুই ইজিবাইকের যাত্রী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় দুই ইজিবাইকের যাত্রী নিহত হয়েছে।
নিহতরা হলেন, উপজেলার বাঁশহাটি গ্রামের শাহাবুদ্দিন। নিহত সত্তর বছর বয়সের নিহত আরেকজনের নাম পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ।এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে একই উপজেলার মজিবুর রহমান নামে একজন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সকাল ৯টার দিকে নান্দাইল চৌরাস্তার আঠারোবাড়ি চৌরাস্তায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নান্দাইল চৌরাস্তা থেকে যাত্রীসহ ইজিবাইকটি আঠারোবাড়ির দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি কালো মাইক্রোবাস চৌরাস্তার দিকে যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনাস্থলেই ইজিবাইকের এক বৃদ্ধ যাত্রী মারা যায়।পরে আহত অবস্থায় আরো একজনকে হাসপাতলে নেয়ার পথে তিনিও মারা যান।