নাব্য সংকট ও দ্বন্দ্বের জেরে অচলাবস্থা তৈরি হয়েছে সিরাজগঞ্জ বাঘাবাড়ি নৌবন্দরে
- আপডেট সময় : ০৫:৫৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
নাব্য সংকট, বন্দর কর্তৃপক্ষ আর ইজারাদারের দ্বন্দ্বে অচলাবস্থা তৈরি হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দরে। শ্রমিকরা বেকার হয়ে যাওয়ার পাশাপাশি দেখা দিয়েছে বিভিন্ন ধরণের কাঁচামাল, জ্বালানি ও সার সংকটের আশংকা। বন্দরটি সচল রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা।
দেশের উত্তরাঞ্চলসহ ২০ জেলায় জ্বালানি তেল, সার, বিভিন্ন ধরণের কাঁচামাল ও খাদ্য শস্য সরবরাহ হয়ে থাকে সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌ-বন্দর দিয়ে। গত কয়েক বছর ধরে নাব্য সংকটে এই বন্দর দিয়ে শুধু তেল সরবরাহ অব্যাহত রয়েছে। অন্যান্য পন্যবাহী কার্গো ও জাহাজ চলাচল বন্ধ থাকায় অলস পড়ে আছে বন্দরটি। প্রায় এক হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। ব্যবসায়ীরাও আছেন বিপাকে।
নাব্য সংকট মোকাবেলায় কার্যকর ব্যবস্থা না নেয়ায়, পানি উন্নয়ন বোর্ড ও বন্দর কর্তৃপক্ষের সমন্বয়হীনতাকে দায়ি করেন ঠিকাদাররা।
তবে, অচলাবস্থার জন্য বিবাদমান মামলার পাশাপাশি বন্দর কর্তৃপক্ষ ও ইজারাদারের দ্বন্দ্বকেই দায়ি করছেন উপজেলা নির্বাহী অফিসার।
শিগগিরই বন্দরের ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে আশা করেন তিনি।