নাভানা গ্রুপ পেলো ‘টয়োটা মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২১’
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
সম্প্রতি নাভানা লিমিটেড ‘টয়োটা মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২১’ লাভ করেছে। টয়োটা মোটর এশিয়া প্যাসিফিক-এর প্রেসিডেন্ট ইওয়িচি মিয়াজাকি সম্মানজনক এই অ্যাওয়ার্ডটি নাভানা লিমিটেডকে প্রদান করেন।
টয়োটা এশিয়া প্যাসিফিক-এর পক্ষ থেকে টয়োটা তুশো এশিয়া প্যাসিফিক পিটিই. লি.-এর ভাইস চেয়ারম্যান (অটোমোটিভ ডিভিশন), আকিও ওগাওয়া অ্যাওয়ার্ডটি নাভানা গ্রুপের সিনিয়র ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন-এর হাতে তুলে দেন।
অনুষ্ঠানে নাভানা গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নাভানা গ্রুপ সিইও, ওয়াহেদ আজিজুর রহমান, নাভানা লিমিটেড-এর চিফ অপারেটিং অফিসার, আহমেদ সাকিব, নাভানা গ্রুপ চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার, মোহাম্মদ আরফাদুর রহমান বান্টি প্রমুখ।