নারায়ণগঞ্জের রূপগঞ্জে চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪২:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
- / ১৬২৯ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চালককে হত্যা করে অটোরিক্সা নিয়ে গেছে ছিনতাইকারীরা।
গত রাত ১২টায় উপজেলার ভোলাবো ইউনিয়নের পূর্বেরগাঁও স্বর্ণখালি বাজার-ভোলাবো সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, অটোরিক্সা চালকের গলাকাটা মরদেহ সড়কে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, গোলাকান্দাইল থেকে অটোরিক্সাটি ভোলাবোর দিকে যাচ্ছিল। এসময় অটোরিক্সা ছিনতাই করতে না পেরে চালককে হত্যার পর অটো নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। নিহতের নাম ও পরিচয় জানা যায়নি।