নারায়ণগঞ্জে আ’লীগে অফিসে হামলার জন্য স্থানীয় কিশোর গ্যাং দায়ী : এলাকাবাসী
- আপডেট সময় : ১০:৪৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
- / ১৭২৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জে আওয়ামী লীগে অফিসে হামলার জন্য স্থানীয় কিশোর গ্যাংকে দায়ী করেছেন এলাকাবাসী। এসময় রূপগঞ্জ থানার এসআইসহ ১২ জনকে কুপিয়ে জখম করে তারা।সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্থানীয় থানার ওসি।
শনিবার রাত ৯টা থেকে এক ঘন্টার তাণ্ডবে লুটপাট চলে আশেপাশের রেস্টুরেন্ট, মুদি দোকান ও বাসাবাড়িতে। ফতুল্লার মাসদাইর তালা ফ্যাক্টরী মোড় থেকে মাসদাইর সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে দীর্ঘ এক কিলোমিটার এলাকায় এ তাণ্ডব চলে। প্রত্যক্ষদর্শীরা জানান, গেলো রাতে নেসার ও সাব্বির বাহিনীর অন্তত অর্ধশতাধিক সন্ত্রাসী ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগ অফিসে হামলা করে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শামীম ওসমানের ছবিসহ চেয়ার টেবিল ভাঙচুর করে। এ সময় সড়কে থাকা সাধারণ মানুষও এই হামলার শিকার হন। এসআই মারুফ সাদা পোশাকে মোটরসাইকেলে ফতুল্লা থানা থেকে রূপগঞ্জ যাওয়ার পথে হামলায় আহত হন। আহত পুলিশ কর্মকর্তা হাসপাতালে চিকিৎসাধীন।
বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নে তাঁতী লীগের অফিসে ভাংচুর চালিয়েছে অজ্ঞাত দূর্বৃত্তরা। গেলরাতে বেমরতা ইউনিয়নের চরগ্রামে ৪নং ওয়ার্ডে তাঁতী লীগের অফিসে এ ঘটনা ঘটে। দূর্বৃত্তরা তাঁতী লীগের অফিসে থাকা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, শেখ হেলাল ও শেখ তন্ময় এমপিসহ বিভিন্ন রাজনৈতিক নেতার ছবি ও চেয়ার টেবিল ভাংচুর করে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানায় তারা।