নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের আট বছর আজ
- আপডেট সময় : ০৮:৩৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের আট বছর আজ। ২৬ আসামীর মুত্যুদন্ড ও ৯ জনের ১৭ বছর করে কারাদন্ডাদেশের বিরুদ্ধে চলছে আপীল। বাদিপক্ষের ৭ পরিবার জজকোর্টের রায়ে খুশি হলেও উপার্জনক্ষম লোক না থাকায় অর্ধহারে-অনাহারে দিন কাটাচ্ছে ৫ পরিবারের সদস্যরা।
আসামীদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও স্বাক্ষীদের সাক্ষ্য পর্যবেক্ষণ করে ঘটনার ৩৩ মাস পর, নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলার রায় দেন জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন। ২৬ আসামীর মুত্যুদন্ড ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া রায়টি, বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
হত্যার শিকার ড্রাইভার জাহাঙ্গীর, ইব্রাহিম ও তাজুল ইসলামের পরিবার অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে। আর, রায়টি দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছে নিহত কাউন্সিলর নজরুলের পরিবার।
নিম্ন আদালতের রায়টি উচ্চ আদালতে বহাল থাকবে বলে আশা করেন, রাষ্ট্রপক্ষের আইনজীবী।
২০১৪ সালের ২৭ এপ্রিল আদালত থেকে ফেরার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাত জনকে অপহরণ করে রেব। অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের মরদেহ ভেসে ওঠে। পরে, ফতুল্লা থানায় আলাদা দুটি মামলা করা হয়।