নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলার ২১ বছরপূর্তি আজ
- আপডেট সময় : ০৩:১৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বর্বরোচিত বোমা হামলার ২১ বছরপূর্তি আজ। ২০০১ সালের এই দিনে এ বোমা হামলায় প্রাণ হারান ২০জন। প্রায় নয় বছর আগে তদন্ত সংস্থা মামলার চার্জশিট দেয়। বিচারকাজ চলছে ধীর গতিতে। নিহতদের পরিবারের দাবি বেঁচে থাকতেই তারা এই ঘটনার কারণ জানাসহ দোষীদের বিচার দেখে যেতে চান।
২০০১ সালের ১৬ জুন রাতে নারায়ণগঞ্জে চাষাঢ়া আওয়ামী লীগ অফিসে নৃশংস বোমা হামলায় নিহত হন ছাত্রলীগ নেতা সাঈদুল হাসান বাপ্পি ও অজ্ঞাত নারীসহ ২০ জন। আহত হন অর্ধশত। অনেকেই পঙ্গু হয়ে যান চিরতরে।
চারদলীয় জোট সরকারের সময় মামলার তদন্ত কর্মকর্তারা চূড়ান্ত রিপোর্ট দাখিল করেন। ২০০৮ সালে মামলা আবারো চালু হয়। ২০১৩ সালের ২ মে তদন্ত সংস্থা সিআইডি ৬ জনের নাম উল্লেখ করে চার্জশীট দাখিল করে। বিচার কাজ এখনও চলছে।
বোমা হামলায় নিহত নিধুরাম বিশ্বাসের পরিবারের দিন কাটছে অনাহারে-অর্ধাহারে। প্রধানমন্ত্রী অনেক আশ্বাস দিলেও সুফল আসেনি ২১ বছরেও।
বিচারকাজ নিয়ে হতাশা প্রকাশ করেন ঘটনায় দু’পা হারানো রতন কুমার দাশ। তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
মামলার বাদী অ্যাডভোকেট খোকন সাহা সাক্ষ্য গ্রহণ শেষ না হওয়ায় হতাশা প্রকাশ করে দ্রুত মামলার নিষ্পত্তি চান।
বর্তমানে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে বিচারাধীন আছে মামলাটি। ১৭ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে।
বাকীদের বিরুদ্ধে সমন ও গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।