নারায়ণগঞ্জের বহুল আলোচিত মেধাবী শিক্ষার্থী ত্বকী হত্যার দশ বছর
- আপডেট সময় : ০২:০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
- / ১৭২৬ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের বহুল আলোচিত মেধাবীছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার দশ বছর আজ। বিচার তো দুরের কথা তদন্তকারি সংস্থা মামলার অভিযোগপত্র দাখিল করতে পারেনি। নিহতের পরিবারের অভিযোগ খুনিরা প্রভাবশালী হওয়ায় মামলার তদন্ত আটকে রাখা হয়েছে।
২০১৩ সালের ৬ মার্চ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ”ও” লেভেল পড়ুয়া মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী। দু’দিন পর ৮ মার্চ নগরীর চারারগোপ শীতলক্ষ্যা নদীর কুমুদিনিখাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় ত্বকীর বাবা রফিউর রাব্বি অজ্ঞাত আসামী করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলাটি পুলিশ তদন্ত করলেও ত্বকীর বাবার আবেদনে উচ্চ আদালতের নির্দেশে রেব মামলাটি তদন্ত করছে। হত্যাকান্ডের ১০ বছরপূর্ণ হলেও এখনো এই মামলায় আদালতে অভিযোগপত্র দেয়নি রেব। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত শেষ করে আসামীদের বিচারের আওতায় আনা।
ত্বকীর বাবা রফিউর রাব্বির জানান, সরকার এ হত্যার বিচার না করা পর্যন্ত তিনি আন্দোলন চালিয়ে যাবেন।
ত্বকী হত্যা মামলার আইনজীবী বলেন, ত্বকীর মতো মেধাবী শিক্ষার্থী হত্যার বিচার যদি দ্রুত হতো তাহলে সমাজে আপরাধ অনেক কমে যেত।
নারায়ণগঞ্জের সুশীল সমাজের নাগরিকরা ত্বকী হত্যাকান্ডের তদন্ত এখনো শেষ না হওয়া ক্ষোভ প্রকাশ করেছেন।