নারায়ণগঞ্জের মদনপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মদনপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে–অভিযানে নামে তিতাস কর্তৃপক্ষ।
অভিযানে শতাধিক বাড়ি ও একটি রেস্টুরেন্টের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় ভোজন বিলাস নামের একটি রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা এবং বিভিন্ন বাড়িতে অবৈধ সংযোগের জন্য জরিমানা করা হয়। তিতাসের সোনারগাঁয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সুরুজ আলম জানায়, ১২টি চিহ্নিত স্পটে পর্যায়ক্রমে অভিযান চলমান থাকবে। অভিযান পরিচালনা করেন বন্দরের এসিল্যান্ড ফাতেমাতুজ জহুরা। এ সময়ে উপস্থিত ছিলেন তিতাস ও পুলিশের কর্মকর্তারা।