নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুলা, সুতা ও বিস্কুট তৈরীর কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুলা, সুতা ও বিস্কুট তৈরীর কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
গেলরাত ১০টায় উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ঠাকুর বাড়িরটেক এলাকায় আগুনের লাগার ঘটনা ঘটে। খবরপেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শ্রমিকরা জানান, রাতে তুলা ও সুতা তৈরীর কারখানায় হঠাৎ আগুন সূত্রপাত হয়। এতে আগুনের লেলিহান শিখা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে শ্রমিকরা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।কাঞ্চন ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ শাহ-আলম জানান , কাঞ্চন, আড়াইহাজার ও মাধবী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে আগুনের সূত্রপাত এখনো জানা জায়নি।