নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০১:১৯:২১ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। লঞ্চ ডুবির ঘটনায় বিআইডব্লিউটিএ’র নৌ-ট্রাফিক পুলিশের পরিচালক রফিকুল ইসলামকে প্রধান করে ৪ সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর থানার কয়লাঘাট এলাকায় লাইটার জাহাজের ধাক্কায় ডুবে যায় লঞ্চ সাকিত আল আসাদ। লঞ্চটিকে সনাক্ত করতে পেরেছে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। ডুবে যাওয়া লঞ্চটি বেঁধে টেনে তোলার চেষ্টার করছেন উদ্ধারকর্মীরা। এদিকে, স্বজনহারাদের আর্তনাদের শীতলক্ষ্যা পাড়ের বাতাস ভারি হয়ে উঠছে। স্বজনদের দাবি এখনো ২৯ জন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। রাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের দাফনের জন্য প্রত্যকটি পরিবারকে ২৫ হাজার টাকা করে দেয়া হয়েছে। বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ডুবে যাওয়া লঞ্চটি শনাক্ত করতে পেরেছে।