নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় মোট ৩৫ জনের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৭:২৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় আজ আরো ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দু’দিনে মোট ৩৫ জনের মরদেহ উদ্ধার করা হলো। ঘাতক কার্গোটিকে এখনো আটক না করায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা।
নিখোঁজ যাত্রীদের খোঁজে সকাল থেকেই নদীর পাড়ে ভিড় করেন স্বজনরা। এ সময় তারা স্থানীয়দের সহায়তায় নিজেরাই স্বজনদের অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে তিনটি মরদেহ ভেসে উঠতে দেখে নৌপুলিশকে খবর দেয় স্থানীয়রা। নৌপুলিশের ডুবুরি দল এসে শিশুসহ আরো ৫ জনের মরদেহ উদ্ধার করে। এর আগে, সোমবারই উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করে বিআইডব্লিউটিএ। রবিবার নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অর্ধশত যাত্রী নিয়ে এই লঞ্চডুবির ঘটনা ঘটে। ওইদিন কালবৈশাখী ঝড়ের সময় কয়লাঘাট এলাকায় একটি মালবাহী জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে যায়। এ ঘটনায় জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরী ববিকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে পাঁচ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।