নারায়ণগঞ্জের সৈয়দপুর-মদনগঞ্জ এলাকায় তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মাণ কাজ শেষ পর্যায়ে
- আপডেট সময় : ০১:৪৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
- / ১৬২৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সৈয়দপুর-মদনগঞ্জ এলাকায় তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মাণ কাজ শেষ পর্যায়ে। দেশের প্রথম ৬ লেনের এ সেতুটি চালু হলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাড়কের সঙ্গে পদ্মা সেতুর দূরত্ব কমবে ৯ কিলোমিটার। আর্থ সামাজিক উন্নয়নের ভূমিকা রাখতে পারবে এই সেতু। সেপ্টেম্বরে অথবা ডিসেম্বরের মধ্যে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।
বন্দর নগরী নারায়ণগঞ্জে সৈয়দপুর-মদনগঞ্জ এলাকায় তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মাণ কাজ শেষ পর্যায়ে। প্রায় ৬ বছর ধরে চলছে সেতু নির্মাণের কাজ। সৌদি উন্নয়ন তহবিল ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ১২শ’ ৫৩ মিটার দৈর্ঘ্য সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৬০৮ কোটি টাকা। ২০২০ সালে শেষ হওয়ার কথা থাকলেও করোনার কারণে বিলম্ব হয়।
৬ লেনের সেতুর নির্মাণ কাজও প্রায় ৯২ ভাগ শেষ হয়েছে। চার লেনে দ্রুতগামী যানবাহন ও দুই লেনে ধীরগতির যানবাহন চলাচলের জন্য রাখা হয়েছে। এছাড়াও সেতুর উভয় পাশে ফুটপাথ থাকবে পায়ে হাটার রাস্তা। এখন চলছে সংযোগ সড়কের কাজ। পাশাপাশি জয়েন্ট এবং লাইটিংসহ ফিনিশিংয়ের কাজও করছেন শ্রমিকরা।
সেতুটি চালু হলে এই অঞ্চলের অর্থ ও সামাজিক উন্নয়নের অগ্রগতি হবে বলে প্রত্যাশা এলাকার বাসিন্দাদের। কমে আসবে নৌদুর্ঘটনা। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন হওয়ায় খুশি এলাকাবাসী। এজন্য প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান তারা
আগামী মাসে যান চলাচলের জন্য উন্মুক্ত করলে পদ্মা সেতুর সঙ্গে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেটের বাসিন্দারা দ্রুত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে পারবে।
সদর ও বন্দরের কয়েক লাখ মানুষের দীর্ঘদিনের স্বপ্ন শীতলক্ষ্যা সেতু। চালুর প্রতীক্ষায় নদীর পূর্ব ও পশ্চিম পাড়ের মানুষ।