নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে বালি পরিবহনের নৌযান ডুবে চার শ্রমিকের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে বালি পরিবহনের নৌযান ডুবে চার শ্রমিকের মৃত্যু হয়েছে।
ভোরে ফতুল্লার ধর্মগঞ্জ খেয়াঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম। ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদীতে তল্লাশি চালিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন- ঝালকাঠির নলছিটির কান্দেবপুর এলাকার লুৎফর রহমান, পিরোজপুরের কাউখালীর চাষেরকাঠি এলাকার মোস্তফা মিয়া, পিরোজপুরের বটবাড়ির ছোট আরজি এলাকার বাবু হাওলাদার ও বরিশালের বানারিপাড়ার ইলুহার এলাকার মহিবুল্লাহ। এমভি তসলিম-১ নামের ওই নৌযানের মাস্টার আমির হোসেনসহ দুজন সাঁতরে তীরে ওঠে।