মসজিদের এসি বিস্ফোরণ; অর্ধশতাধিক মুসল্লি গুরুতরভাবে দগ্ধ, ৩ জন মারা গেছেন
- আপডেট সময় : ১০:৫১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা সবুজবাগ জামে মসজিদের এয়ার কন্ডিশনার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় অর্ধশতাধিক মুসল্লি গুরুতরভাবে দগ্ধ হবার পর ৩ জন মারা গেছেন। দগ্ধদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে তাদের আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।
রাতে পশ্চিমতল্লা সবুজবাগ আল-ফালাহ জামে মসজিদে এশার নামাজের সময় এ বিস্ফোরণ ঘটে। এতে মসজিদের ইমাম ও শিশুসহ অর্ধশতাধিক মুসল্লী দগ্ধ হন। আহতদের বেশীরভাগেরই শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এশার নামাজের সময় হঠাৎ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। ভেতরে থাকা মুসল্লিরা কিছু বুঝে ওঠার আগেই দগ্ধ হয়ে কাতরাতে থাকলে বাইরের লোকজন এসে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন মারা যায়। গুরুতর দগ্ধ অন্তত ৩৭ জনকে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, অগ্নিকান্ডের ঘটনার কারণ অনুসন্ধান চলছে। এসি কিংবা ট্রান্সমিটার থেকে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর সব জানা যাবে।