নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনা স্বাভাবিক নয়: মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনা স্বাভাবিক নয় মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুর্ঘটনার চারদিন পর গুলশানে বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। এসময় মির্জা ফখরুল আরো বলেছেন, সরকারের উচ্চ মহল থেকে তদন্ত কমিটি গঠন করা উচিত। দোষীদের কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন তিনি। ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার দাবি জানান মির্জা ফখরুল। এদিকে, ঘটনাস্থল পরিদর্শনে আজ নারায়ণগঞ্জ যাচ্ছেন বিএনপির প্রতিনিধি দল। দলের একমাত্র এমপি হারুনুর রশিদসহ এই প্রতিনিধি দলে থাকছেন বিএনপির আরো ছয় সদস্য।