নারায়ণগঞ্জে হকার জুবায়ের হত্যা মামলার প্রধান আসামী ইকবাল গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সড়কে অবৈধভাবে দোকান বসানোকে কেন্দ্র করে হকার জুবায়ের হত্যা মামলার প্রধান আসামী ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে রেব।
রেব-১১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর মাহমুদ পাশা। তিনি বলেন, ১৪ অক্টোবর সন্ধ্যায় চাষাঢ়া সাধু পোলের গীর্জার সামনে অবৈধভাবে দোকান বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের বাকবিতন্ডা হয়, এক পর্যায়ে জুবায়েরকে সংঘবদ্ধ ভাবে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করে প্রতিপক্ষ। পরে হত্যা মামলার প্রধান আসামী ইকবালকে বরিশালের উজিরপুর থেকে গ্রেফতার করা হয়।