নারায়ণগঞ্জে হামলা, গুলি ও যুবদল কর্মীকে হত্যার অভিযোগে বিএনপির মামলা
- আপডেট সময় : ০১:৩০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
বিএনপির কর্মসূচিতে বিনা উসকানিতে হামলা ও নির্যাতন করেছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগের ক্ষমতায় টিকে থাকার একমাত্র মাধ্যম ত্রাসের রাজত্ব কায়েম করা।
মির্জা ফখরুল বলেন, বিএনপির যাতে আগামী নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্যই মাঠ খালি করার প্রচেষ্টায় নেমে সরকার। চলছে হামলা ও মামলা। মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘকে অবহিত করা হবে বলেও জানান বিএনপির মহাসচিব।
নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর রেলিতে হামলা, গুলি ও যুবদল কর্মীকে হত্যার অভিযোগ এনে মামলার আবেদন করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
পুলিশের গুলিতে হত্যার অভিযোগ তুলে করা এই মামলায় পুলিশ কর্মকর্তাসহ ৪২ জনকে আসামি করা হয়েছে। বিএনপির যুগ্ন-মহাসচিব রুহুল কবির রিজভী নারায়ণগঞ্জের সিনিয়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান হোসেনের আদালতে মামলাটি করেছেন।
এর আগে ১ সেপ্টেম্বর রাতে শাওনের বড়ভাই মিলন আহমেদ বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। এদিকে, এই সংঘর্ষে পুলিশের ২০ সদস্যও আহত হয়েছেন।
এর মধ্যে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে সরকারি কাজে বাধা দেয়া ও সরকারি সম্পদ ভাঙচুর করার অভিযোগে আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।