নারায়ণগঞ্জ বাস শ্রমিক-কর্মচারীদের বিলুপ্ত কমিটি থেকে কোটি টাকা আত্মসাৎ
- আপডেট সময় : ০৫:১১:৫০ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
- / ১৬৪০ বার পড়া হয়েছে
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস-মিনিবাস শ্রমিক-কর্মচারীরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত দীর্ঘদিন। শ্রমিক নেতা নামধারী কতিপয় অসাধু ব্যক্তি শ্রমিক কল্যাণ তহবিলের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। এতে শ্রমিক-কর্মচারীরা তাদের মৃত্যুকালীন এবং চিকিৎসা ও অবসরকালীন ভাতা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। বিভাগীয় শ্রম দপ্তর নারায়ণগঞ্জের কতিপয় কর্মকর্তার যোগসাজসে এসব কর্মকান্ড সংঘটিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
নারায়ণগঞ্জের বাস শ্রমিকরা কষ্টে দিন কাটাচ্ছে, এমন অভিযোগ পেয়ে স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান ক্ষোভ প্রকাশ করেন। তিনি আত্মসাৎ করা কয়েক কোটি টাকা ফেরত দিয়ে, শ্রমিক কল্যাণে পরিবহন মালিকদের এগিয়ে আসার আহ্বান জানান।
শ্রমিকরা বলেন, ২০০১ সালে সড়ক পরিবহন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কর্মকান্ড উচ্চ আদালতের রায়ে বন্ধ হয়ে যায়। তবে আদালতের নির্দেশনার প্রতি বৃদ্ধাঙ্গলী দেখিয়ে সামসুজ্জামান-গিয়াস-জিলানী গং অবৈধভাবে গত ২০ বছর যাবৎ বিলুপ্ত কমিটি পরিচালনা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়।
মহাজোট সরকার ক্ষমতায় আসার পর বিএনপি সমর্থিত ফারুক, সেলিম ও আশরাফকে ম্যানেজ করে টাকার বিনিময়ে সংগঠনের নিয়ন্ত্রণ নেয় আওয়ামী লীগ সমর্থিত কথিত শ্রমিক নামধারীরা।
জোর করে সংগঠন দখলের অভিযোগে বিভাগীয় শ্রম অধিদফতরে অভিযোগ জানানো হলে, গঠন করা হয় তদন্ত কমিটি।
প্রায় ৩০ বছর পেরিয়ে গেলেও ঢাকা-নারায়ণগঞ্জ বাস-মিনিবাস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নির্বাচন না হওয়ায় সাধারণ শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। প্রতিবাদ করলে শ্রমিকদের বাস চালাতে দেয়া হয় না বলে অভিযোগ উঠেছে।
শ্রমিকদের দাবি, দ্রুত নির্বাচন দিয়ে প্রকৃত শ্রমিক নেতাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে, আশ্বাস দিয়েছেন বিভাগীয় শ্রমদপ্তর, নারায়ণগঞ্জ অফিসের পরিচালক এস এস এনামুল হক।