নারী ওয়ানডে বিশ্বকাপে এক জয়ের পর টানা দ্বিতীয় হার বাংলাদেশের
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
নারী ওয়ানডে বিশ্বকাপে এক জয়ের পর টানা দ্বিতীয় হার বাংলাদেশের। ভারতীয় নারী দলের কাছে ১১০ রানে হেরেছে বাংলাদেশের নারীরা।
এর আগে হ্যামিল্টনে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে দারুন শুরু করে দুই ভারতীয় ওপেনার। উদ্বোধনী জুটিতে ৭৪ রান যোগ করেন ভারতের দুজন। দুই ওপেনার ফিরে গেলে চাপে পড়ে ভারত। তবে ইয়াস্তিকা ভাটিয়ার ব্যাটে আবার ম্যাচের নিয়ন্ত্রন নেয় ভারত। এক পাশ আগলে রেখে নিজের ফিফটি তুলে নেয় এই ভারতীয় ব্যাটার। শেষ পর্যন্ত পূজা ভাস্ত্রাকারের ৩০ এবং স্নেহা রানার ২৭ রানে ভর করে ২২৯ রানের বিশাল সংগ্রহ পায় ভারত। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে পরে বাংলাদেশ। শুরু থেকেই নিয়মিত গতিতে উইকেট হারানো বাংলাদেশ অলআউট হয় ১১৯ রানে। এদিকে দিনের অন্য ম্যাচে দক্ষিন আফ্রিকা নারী দলকে ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।