নাশকতা সৃষ্টিকারীদের পৃষ্ঠপোষকদেরও খুঁজে বের করা হবে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৩১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
অন্যের উপর নিজেদের ব্যর্থতার দায় চাপানো বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নাটোর জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে দেয়া ভার্চুয়াল ব্ক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এ সময় আগুন সন্ত্রাস চালিয়ে নাশকতা সৃষ্টিকারীদের পৃষ্ঠপোষকদেরও খুঁজে বের করা হবে বলেও জানান ওবায়দুল কাদের। এদিকে সচিবালয়ে তথ্য অধিদপ্তরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সন্ত্রাসের পাশাপাশি বিএনপি এখন একটি মিথ্যাবাদী দলেও রূপান্তরিত হয়েছে।
রোববার সকালে নাটোর জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে ঢাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সামাজিক যোগাযোগসহ বিভিন্ন মাধ্যমে সরকার ও দেশের বিরুদ্ধে মহল বিশেষ ষড়যন্ত্র করছে জানিয়ে তিনি বলেন, তাদের অপচেষ্টা কখনোই সফল হবে না।
জনগণকে আগুনে পুডিয়ে তাদের জন্য আন্দোলন করছে বিএনপি, এটা তাদের তামাশা ছাড়া আর কিছু নয় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এদিকে, দুপুরে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সচিবালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় সন্ত্রাসী দল হিসেবে বিএনপির এদেশে রাজনীতি করার অধিকার নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
মানুষ যখন করোনায় উদ্বিগ্ন, বিএনপি তখন বাস ও মানুষ পোড়ানোর খেলায় মেতেছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।