নিউইয়র্ক ও নিউজার্সির সঙ্গে উড়োজাহাজ ও রেলযোগাযোগ স্থগিত
- আপডেট সময় : ০২:২০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা ও ঘূর্ণিঝড় আইডার প্রভাবে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যার পানিতে অনেক মানুষ তাদের বাড়ির বেসমেন্টে আটকা পড়েছেন। পানির তোড়ে ভেসে যাওয়া গাড়ির ভেতর থেকে কয়েকজন মরদেহ উদ্ধার করা হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যে মারা গেছেন ২৩ জন।
সেখানকার গভর্নর ফিল মারফি বলেন, যারা মারা গেছেন তাদের অনেকেই গাড়িতে আটকা পড়েছিলেন। বন্যার পানি বেড়ে যাওয়ায় তারা গাড়ি থেকে বের হতে পারেননি। এমন পরিস্থিতিতে নিউইয়র্ক ও নিউজার্সির গভর্নররা সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। নিউইয়র্কে এখন পর্যন্ত মারা গেছেন ১৪ জন। এর মধ্যে বাড়ির বেসমেন্টে আটকা পড়ে মারা যান ১১ জন। এ ছাড়া কানেকটিকাট অঙ্গরাজ্যে প্রাণ হারান ১জন। আর পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় মারা গেছেন ৩জন। গাড়িতে ভেতরে থেকে মারা গেছেন ৭০ বছরের এক বৃদ্ধ। যুক্তরাষ্ট্রের বন্যার পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ভবিষ্যতে এমন দুর্যোগ মোকাবিলায় অবশ্যই ভালো প্রস্তুতি রাখতে হবে। এদিকে বন্যার কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝুঁকি এড়াতে হাজারো মানুষের বাড়ির বিদ্যুৎ সেবা বন্ধ করা হয়েছে।
স্থগিত করা হয়েছে নিউইয়র্ক ও নিউজার্সির সঙ্গে উড়োজাহাজ ও রেলযোগাযোগ। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস নিউইয়র্ক, ব্রুকলিন, কুইনস ও লং আইল্যান্ডে জরুরি অবস্থা ঘোষণা করেছে। পাশাপাশি ম্যাসাচুসেটস ও রোড আইল্যান্ডে টর্নেডো সতর্কতা জারি করেছে।