নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতলো ভারত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতলো ভারত। দ্বিতীয় টি-টুয়েন্টিতে ৭ উইকেটে জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নেয় রোহিত শর্মার দল।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৩ রান তোলে সফরকারী নিউজিল্যান্ড। রান পেলেও বড় স্কোর করতে পারেনি নিউজিল্যান্ডের কোন ব্যাটার। সর্বোচ্চ ৩৪ রান গ্লেন ফিলিপস। এছাড়া সমান ৩১ রান করে করেন মার্টিন গাপটিল ও ড্যারি মিচেল। জবাব দিতে নেমে উড়ন্ত সূচনা পায় ভারত। দুই ওপেনার রোহিম শর্মা ও লোকেশ রাহুল, দুজনই পেয়েছেন অর্ধশতক। ৬৫ করে আউট হন রাহুল। ৫৫ রান আসে রোহিতের ব্যাট থেকে। সমান ১২ রান করে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ভ্যানকাটিশ আইয়ার ও রিশব পান্থ। রোববার সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।