নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব বহু ব্যবসায়ী
- আপডেট সময় : ০৭:২৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
- / ১৬৩২ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকার নিউ মার্কেটের নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন কয়েক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়। ব্যবসায়ীরা বলেছেন, আগুনে মার্কেটের ভেতরে কয়েকশ দোকান পুড়ে নি:স্ব হয়েছেন বহু দোকানি। ফায়ার সার্ভিস বলছে, আগুন নিয়ন্ত্রণে এলেও পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে। বারবার এমন অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের আহ্বান জানান ফায়ার সার্ভিসের ডিজি। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নিউ মার্কেটসহ পাশের চাঁদনী চক ও গাওছিয়া মাকের্টও বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা।
রাজধানীর নিউ মার্কেটে ভোর ৫দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা।আগুন নিয়ন্ত্রণে একে একে প্রায় ৩১টি ইউনিট ঘটনাস্থলে যায়। কাজ করে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সামরিক বাহিনীর ইউনিট। সহযোগিতা করে সেচ্ছাসেবকরাও। আগুন নেভাতে গিয়ে আহত হন ফায়ার সার্ভিস কর্মীসহ অনেকেই। তাদের ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
অনেকেই জীবন বাজি রেখে শেষ সম্বল রক্ষার চেষ্টা করেন। অভিযোগ উঠেছে, ফায়ার সার্ভিসের অদক্ষতায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। ব্যবসায়ী নেতাদের দাবি অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৫’শ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে ডিএনপির কমিশনার বলেন, ব্যবসায়ীদের মালামাল রক্ষায় সহযোগিতা করেছে পুলিশ সদস্যরা।
ফায়ার সার্ভিসের অপারেশন পরিচালক বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনও শনাক্ত করা যায়নি। তবে বারবার কেন আগুন লাগছে তার সুষ্ঠু তদন্ত প্রয়োজন।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, ঈদের আগেই কেন রাজধানীর মার্কেটগুলোতে একের পর এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা দরকার। পর পর এমন ঘটনায় শঙ্কিত সাধারণ মানুষ। এসব ঘটনা সিরিয়াল ফায়ার বলে মনে করছেন অনেকেই।