নিখোঁজ সাংবাদিক গোলাম সারোয়ারকে উদ্ধারের দাবিতে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান
- আপডেট সময় : ০৮:৫৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামে নিখোঁজ সাংবাদিক গোলাম সারোয়ারকে উদ্ধারের দাবিতে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী ও স্মারকলিপি প্রদান কর্মসুচী পালন করছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন।
সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দামপাড়া পুলিশ লাইনে এ অবস্থান কর্মসূচী থেকে দ্রুত সাংবাদিক গোলাম সারোয়ারকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবি জানানো হয়। এছাড়া আজকের মধ্যে সারোয়ার উদ্ধার না হলে আগামীকাল ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হবে। এতেও কাজ না হলে কঠোর কর্মসুচী দেয়ারও হুশিয়ারী জানান সাংবাদিকরা। পরে সাংবাদিকদের সাথে নিজ কার্যালয়ের নিচে এসে এ বিষয়ে কথা বলেন ,চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। এ সময় সাংবাদিক সারোয়ারকে উদ্ধারে পুলিশের আন্তরিকতার ঘাটতি নেই জানিয়ে দ্রুত তাকে উদ্ধারের আশাও জানান তিনি। কর্মসূচীতে সাংবাদিকি ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক ম. শামসুল ইসলামসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।