নিজেকে জীবিত প্রমাণ করতে সংশ্লিষ্ট দপ্তরে ধর্ণা দিচ্ছেন এক ব্যবসায়ী
- আপডেট সময় : ০৫:০৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
জীবিত হলেও নির্বাচন কমিশনের ভোটার তালিকায় তিন বছর ধরে মৃত ঝিনাইদহের এক ব্যবসায়ী। এ কারণে করোনার টিকা নিতে রেজিষ্ট্রেশন করতে পারছেনা তিনি। নিজেকে জীবিত প্রমাণ করতে সংশ্লিষ্ট দপ্তরে ধর্ণা দিয়েও কোন কিনারা হয়নি।
ঝিনাইদহ পৌরসভার কাঞ্চন নগরের বাসিন্দা এস এম আনোয়ার হোসেন। পেশায় ঠিকাদার। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা রোগ বাসা বেঁধেছে তার শরীরে। করোনার টিকার জন্য রেজিস্ট্রেশন করতে বারবার ব্যর্থ হয়ে চিন্তায় পড়েন তিনি। জেলা নির্বাচন অফিসে গিয়ে দেখেন তিন বছর আগে তার মৃত্যু হয়েছে।
জীবিত থেকেও নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী এখন মৃত তিনি। তাই নিজেকে জীবিত প্রমাণ করতে ঘুরছেন নির্বাচন কার্যালয়, কাউন্সিলরের অফিসসহ নানা জায়গায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর পরিবার থেকে শুরু করে নিকটাত্বীয়দের মাঝেও সৃষ্টি হয়েছে হতাশার। দ্রুত এ সমস্যা সমধানের দাবি জানিয়েছে স্বজনরা। জীবিত হলেও নির্বাচন কমিশনের কাছে তিন বছর ধরে মৃত ঝিনাইদহের ব্যবসায়ী
নিয়ম অনুযায়ী আবেদন করলে, যাচাইয়ের পর নির্বাচন কমিশনে পাঠানো হবে। তবে, এমন ঘটনার কোনো ব্যাখ্যা দিতে পারেনি নির্বাচন অফিস।
১৯৬৮ সালের চার জানুয়ারি ঝিনাইদহের কাঞ্চননগরে জন্ম নেন এস এম আকরাম হোসেন। বর্তমানে তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করছেন। ২০১৮ থেকে নির্বাচন কমিশনের হিসেবে তিনি মৃত।