দুঃশাসনের বিরুদ্ধে অনুপ্রেরণার উৎস বিদ্রোহী কবি নজরুল : রিজভী
- আপডেট সময় : ০৮:০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
- / ১৮১৫ বার পড়া হয়েছে
নিজেদের অপরাধের জন্যই সরকার ভীত বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যে তা আরো স্পষ্ট হয়েছে। তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। অপরদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ওবায়দুল কাদেরের বক্তব্যে বোঝা যায়, আওয়ামী লীগ তাদের পাপের ভয়ে ভীত। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে, আওয়ামী লীগ নেতারা হার্ট অ্যাটাকেই মারা যাবে। রাজধানীর আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে, সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে প্রতিবাদ সভা করে গনতন্ত্র ফোরাম।
এতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার নিজেদের পাপে ভীত হয়ে পড়েছে। শিগগির তাদের চূড়ান্ত বার্তা দেয়া হবে।
রাজধানী নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ও স্থায়ী কমিটির সদস্যদের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি।
এতে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব অভিযোগ করেন, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে। নিজেদের অপরাধের জন্য এখন তারা ভয়ে ভীত।
আওয়ামী লীগ সরকার তাদের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে চেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।