নিজেদের ঝালিয়ে নিতে অনুশীলনে মাঠে ছিলো পাকিস্তান ক্রিকেট দল
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
ঢাকা টেস্টকে সামনে রেখে প্রথম দিনের অনুশীলন শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল।
সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নিজেদের ঝালিয়ে নিতে মাঠে ছিলো সফরকারীরা। মাত্র ৫ জন ক্রিকেটার প্র্যাকটিসে অংশ নেন। বাকী ছিলেন বিশ্রামে। বাংলাদেশ দেড়টায় প্র্যাকটিস শুরু করেছে চলবে বিকাল ৪টা পর্যন্ত। এর আগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করে বাংলাদেশ। অনুশীলনে তিন বিভাগ.. ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ে নামেন টাইগাররা।সকালে একাই অনুশীলন করেছেন সাকিব। ৪ ডিসেম্বর থেকে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান।