নিজের অপরাধ ঢাকতে মানসিক প্রতিবন্ধী মিনুকে কারাগারে পাঠানো আসামী কুলসুমকে গ্রেফতার
- আপডেট সময় : ০১:৫৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
চট্রগ্রামে নিজের অপরাধ ঢাকতে মানসিক প্রতিবন্ধী মিনু আক্তারকে কারাগারে পাঠানো আসামী কুলসুমকে গ্রেফতার করেছে পুলিশ। কুলসুম গার্মেন্টস কর্মী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী।
ভোরে চট্টগ্রামের পতেঙ্গা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। ২০০৬ সালের জুলাই মাসে মোবাইলে কথা বলাকে কেন্দ্র করে গার্মেন্টস কর্মী পারভিন আক্তারকে গলা টিপে হত্যা করে সহকর্মী কুলসুম আক্তার। হত্যার পর প্রথমে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়। কিন্তু পুলিশি তদন্তে হত্যাকাণ্ডের বিষয়টি উঠে আসে। ধুরন্ধর কুলসুম ১১ বছর পর মানষিক ভারসাম্যহীন নারী মিনু আক্তারকে আসামী সাজিয়ে ২০১৮ সালের ১২ জুন কারাগারে পাঠায়। তিন বছর পর বিষয়টি একজন আইনজীবীর নজরে এলে তিনি উচ্চ আদালতের শরনাপন্ন হন। গত ১৬ জুন আদালত নিরপরাধ মিনু আক্তারকে জামিনে মুক্তি দিয়ে মুল আসামী কুলসুমকে গ্রেফতারের নির্দেশ দেয়। কিন্তু জামিনে মুক্তি পাওয়ার ১২ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় মিনু আক্তারের।