নিজ নিজ লিগে রাতে মাঠে নামবে পিএসজি ও রিয়াল মাদ্রিদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
নিজ নিজ লিগে রাতে মাঠে নামবে পিএসজি ও রিয়াল মাদ্রিদ। রাত ১টায় পিএসজির প্রতিপক্ষ অঁজে আর রাত দেড়টায় রিয়ালকে মাদ্রিদকে আতিথ্য দেবে ওসাসুনা।
লিগ শিরোপা প্রায় নিশ্চিত প্যারিসিয়ানদের। ৩২ রাউন্ড শেষে দ্বিতীয় স্থানে থাকা মার্সেই থেকে ১৫ পয়েন্ট এগিয়ে পাচেত্তিনোর শিষ্যরা। তাই চাপ মুক্ত হয়েই অঁজের বিপক্ষে খেলবে পিএসজি। ইনজুরির কারনে এ ম্যাচে দেখা যাবে না বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসিকে। প্রতিপক্ষের সেরা তারকার অনুপস্থিতি কাজে লাগাতে চায় অঁজে। এদিকে পিএসজির মতো লিগ শিরোপা প্রায় নিশ্চিত রিয়াল মাদ্রিদেরও। ৭৫ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে গ্যালাক্টিকোর। দারুন ফর্মে থাকা রিয়ালের সামনে তুলনামূলক সহজ প্রতিপক্ষ। তাই এ ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না রিয়াল বস কার্লো আনচেলত্তি।