নিত্যপণ্যের দাম ঠিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৮:৫৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে, দেশের মানুষকে সাথে নিয়ে এ বিশ্বমন্দা মোকাবিলা করা হবে । সকালে রাজধানীর শেরেবাংলা নগরের একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন শেখ হাসিনা।
রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি -একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার প্রচেষ্টা অব্যাহত থাকবে। যা যা করণীয়, তা-ই করবে সরকার।
উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রেও সংশ্লিষ্টদের স্পষ্ট নির্দেশনা দেন প্রধানমন্ত্রী
পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, নীতিগত সহায়তার পাশাপাশি পণ্য সরবরাহ চেইন স্বাভাবিক রাখা হবে।
দেশের সার্বিক অর্থনীতি নিয়ে একনেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক ১ শতাংশ উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশের একার পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব না ।
পরিকল্পনামন্ত্রী জানান,৭ হাজার ১৮ কোটি ৭৩ লাখ টাকার ৬টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একেনেক।