নিত্যপণ্যের দাম বৃদ্ধির পাশাপাশি বাড়ছে বেকারত্বের সংখ্যা : জিএম কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭১৬ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা জিএম কাদের বলেছেন, বর্তমানে জিনিসপত্রের দাম বাড়ছে এবং এর পাশাপাশি বাড়ছে বেকারত্বের সংখ্যাও। জীবিকানির্বাহে মানুষকে অনেক কষ্ট করতে হচ্ছে।
তিনদিনের সফরে নিজ নির্বাচনী এলাকা রংপুর গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নরে জবাবে তিনি জানান, আগামী উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে ভোট করবে জাতীয় পার্টি। মন্ত্রিপরিষদে বিরোধীদলের সদস্য হওয়ার বিষয়ে জিএম কাদের বলেন, বিরোধী দলের রোল পেলে করতে হলে মন্ত্রিপরিষদে যাওয়া যায় না, তবে প্রস্তাব পেলে দেখা যাবে। এসময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।