নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে : জিএম কাদের
- আপডেট সময় : ০৭:০২:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। ঘাটতি পণ্য নির্দিষ্ট সময়ের জন্য পরিকল্পিতভাবে আমদানীর পরামর্শ দেন তিনি।
সকালে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা এমপিসহ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাবেক এই বাণিজ্যমন্ত্রী আরো বলেন, টিসিবি’র মাধ্যমে খাদ্যপণ্য বিক্রি করে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে হলে নির্দিষ্ট সময়ে পরিকল্পিতভাবেই নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানী করতে হবে। কয়েক বছর ধরে কোরবানীর চামড়া পানির দরে বিক্রি প্রসঙ্গে তিনি বলেন, সরকার দেশে চামড়ার ব্যবহার বাড়াতে পারেনি। দেশ আমদানী করা কৃত্রিম চামড়ায় ভরে যাওয়ায়- জাতীয় সম্পদ চামড়া নষ্ট হচ্ছে। করোনার কারণে দেশের অর্থনৈতিক অবস্থা সহসাই স্বাভাবিক হবে না মন্তব্য করে তিনি বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থেকে আওয়ামী লীগ বেশকিছু উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে প্রশংসিত হলেও খুন, গুম, ধর্ষণ, চাঁদাবাজী, টেন্ডারবাজী ও দুর্নীতির কারণে বেশি সমালোচিত হচ্ছে।