নিত্যপণ্য দ্রব্যের উর্দ্ধগতির বাজারে পাটের দাম নিয়ে দুশ্চিন্তায় ঝিনাইদহের চাষিরা
- আপডেট সময় : ০১:৪৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৯৯ বার পড়া হয়েছে
নিত্যপন্য দ্রব্যের উর্দ্ধগতির বাজারে পাটের দাম নিয়ে দুশ্চিন্তায় ঝিনাইদহের চাষিরা। বৃষ্টি না হওয়ায় অতিরিক্ত খরায় পাটের ফলনও হয়েছে কম। আবার সেচ দিয়ে পচাঁতে হয়েছে পাট। ফলে অন্যান্য বছরের তুলনায় পাট চাষে খরচ বেশি হয়েছে কৃষকের। কিন্তু বাজারে পাটের দাম না থাকায় লোকসান গুনতে হচ্ছে পাট চাষিদের। পাটের দাম বৃদ্ধিতে সরকারের নজর দেওয়ার দাবি কৃষকদের।
জেলার সবচেয়ে বড় পাইকারী পাটের বাজার শৈলকুপা। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এ হাটে পাট ক্রয়-বিক্রয়। দেশের বিভিন্ন জেলা থেকে পাট ক্রয় করতে আসেন ছোট-বড় পাইকাররা। বিভিন্ন প্রকার ভেদে পাট বিক্রি হচ্ছে ১৫’শ থেকে ২ হাজার টাকা মণে। অন্যান্য বছরের তুলনায় এ বছর পাটের দাম নিম্নমুখী। এতে খরচের টাকাও উঠছে না চাষীদের তাই পাটের দাম বৃদ্ধিতে সরকারের নজর দেওয়ার দাবি পাট চাষিদের।
পাটের মান ভালো না হওয়ায় আর বাজারে সরবরাহ বেশি থাকায় দাম কমেছে পাটের । গত বছরের পাট এখনও গোডাউনে রয়েছে। পাট জাতদ্রব্যের রপ্তানি বৃদ্ধি পেলে পাটের দাম বৃদ্ধি পেতে পারে বলে আশা ব্যবসায়ীদের।
এখনই পাট বিক্রি না করে ঘরে মজুদ রেখে দাম বৃদ্ধি পেলে বিক্রির পরামর্শ পাট কর্মকর্তার।
এ বছর জেলায় ৬ উপজেলায় ২২ হাজার ৫’শ ২৪ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। বিঘা প্রতি পাট চাষে খরচ হয়েছে ২০ হাজার টাকা।