নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যস্ফীতি অর্থনীতির জন্য উদ্বেগজনক : সিপিডি
- আপডেট সময় : ০৭:৫১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
দেশের চলমান পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যস্ফীতিকে অর্থনীতির জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডি। চলতি বছরের অক্টোবর পর্যন্ত সরকারি হিসেবে মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৪ শতাংশ। আর খাদ্য মূল্যস্ফীতি ৫ দশমিক ৩ শতাংশ। এই পরিসংখ্যান বাস্তবতার সঙ্গে বিরাট ফারাক বলে মনে করছে সংস্থাটি।
বাংলাদেশের উন্নয়নে স্বাধীন পর্যালোচনার আওতায় অর্থনীতি ২০২১-২২ এর প্রথম অন্তর্বর্তীকালীন পর্যালোচনা প্রতিবেদন প্রকাশের সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সিপিডি। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন মূল প্রবন্ধ তুলে ধরে বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। তবে অভ্যন্তরীণ বাজার ব্যবস্থায় সুশাসনের অভাব রয়েছে বলেও জানান তিনি। গ্যাসের দাম বৃদ্ধির কথা উল্লেখ করে রাজস্ব আহরণ প্রক্রিয়ায় দাম সমন্বয় করে লক্ষ্যমাত্রা অর্জন বড় চ্যালেঞ্জ হবে বলেও জানান তারা। ডিজেল-কেরোসিনের দাম কমানোর সুপারিশও করেছে সিপিডি।