নিদারুণ অসহায় অবস্থায় কাটছে অনেকের ঈদের দিন
- আপডেট সময় : ০৭:৩৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
সুবিধাবঞ্চিত মানুষের কাছে অন্য দশটি স্বাভাবিক দিনের মতোই ধরা দেয় ঈদের দিনটিও। রাজধানীর বিভিন্ন এলাকায় নিদারুণ অসহায় অবস্থায় কাটছে অনেকের ঈদের দিন।
রাজধানী ঢাকার ভাসমান এসব মানুষের নির্দিষ্ট কোনো আশ্রয় নেই। আজ এখানে… তো কাল অন্যখানে। বৃষ্টির মৌসুমে যন্ত্রণা বেড়ে যায় কয়েকগুণ। ফুটপাতে বসবাসে মাথার উপর প্লাস্টিক ও পলিথিন দিয়ে বানানো সামিয়ানা। তা টাঙিয়ে কোনোরকমে আশ্রয় নেয়া ফুটপাতে– যা বেমানান এই মধ্যআয়ের মহানগরীতে।
নতুন পোশাক তো দূরের কথা- ছিন্নমূল এমন অসংখ্য মানুষের কাছে ঈদ মানে শুধু ভালো একটু খাবার পাওয়া। একবেলার খাবার…তার জন্যই আর্তনাদ।
তবে সরকার খোঁজ না নিলেও রাজনৈতিক-অরাজনৈতিক অনেক সংগঠন কখনো কখনো তাদের সামর্থ্য অনুযায়ী এদের পাশে দাঁড়ায়।
অনেকের বেলায় আবার এটুকুও জোটে না। পচা-বাসি খাবার খেয়েও কাটাতে হয় ঈদের দিন। তেমনি একজন কবিতা বেগম। পুরনো প্লাস্টিক কুড়িয়ে জীবন চলে তার। ছিন্নমূল এই নারী তার ঈদের অভিব্যক্তি জানালেন চোখের পানিতে।
জীবন মানেই তাদের প্রতিদিন টিকে থাকার সংগ্রাম। তাদের বেদনার অশ্রু জানান দেয়….একটু ভালো কর্মসংস্থান আর ন্যায্য মজুরিই হতে পারে প্রতিদিনের ঈদ।