নিবন্ধন ফিরে পেতে আর কোন বাধা থাকলো না জামায়াত ইসলামীর

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
- / ১৯২৮ বার পড়া হয়েছে
রাজনৈতিক দল হিসেবে বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে, জামায়াতে ইসলামীর আপিল পুনরুজ্জীবিত করার আবেদন গ্রহণ করেছে আপিল বিভাগ। ফলে দলটির নিবন্ধন ফিরে পাওয়ার পথে আর কোন বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।
সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ শুনানি নিয়ে জামায়াতে ইসলামীর আবেদন গ্রহণ করে। ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার বিষয়ে, আবেদন করে দলটি। ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট।