নিমতলী অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় সীতাকুন্ডে তার পুনরাবৃত্তি হয়েছে : রুমিন ফারহানা
- আপডেট সময় : ১০:১৪:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
ঢাকার নিমতলী অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় চট্টগ্রামের সীতাকুন্ডে তার পুনরাবৃত্তি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির এমপি রুমিন ফারহানা। সন্ধ্যায় স্পীকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ অধিবেশনে তিনি একথা বলেন।
এসময় কেমিক্যাল রাখার অনুমোদন না নিয়ে এবং অগ্নিকান্ডের সময় ফায়ার সার্ভিসের কর্মীদের প্রকৃত ঘটনা না জানিয়ে তাদের মৃত্যুঝুঁকিতে ফেলায় অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি জানান রুমিন ফারহানা। এদিকে, শুধু পদ্মাসেতুর মতো বড় প্রকল্পে বাজেট বরাদ্দ না বাড়িয়ে মানুষের জান-মালের নিরাপত্তায় ফায়ার সার্ভিসকে আধুনিক যন্ত্রপাতি দিয়ে সমৃদ্ধ করার আহ্বান জানান জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। অধিবেশনে গণমাধ্যম কর্মী সুরক্ষা বিলটি ১ সপ্তাহের মধ্যে যাচাই-বাছাই করে অনুমোদনের জন্য সংসদে উত্থাপন করতে বলা হয়।