নিম্ন ও মধ্য আয়ের দেশে ২০২৪ সালের আগে করোনা ভাইরাসের ভ্যাকসিন না পাওয়ার শঙ্কা
- আপডেট সময় : ০৩:২৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
নিম্ন ও মধ্য আয়ের দেশে ২০২৪ সালের আগে করোনা ভাইরাসের ভ্যাকসিন না পাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স প্রকল্পের ব্যর্থতার একটি নথির বরাতে এ তথ্য প্রকাশ পেয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স প্রকল্পের মাধ্যমে বিশ্বব্যাপী দরিদ্র ও মধ্যম আয়ের দেশগুলোতে করোনা ভ্যাকসিন সরবরাহের আন্তর্জাতিক পরিকল্পনা করা হয়েছিল। ২০২১ সালের মধ্যে এ প্রকল্পে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার ৯১টি দেশে দুই বিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহ করার কথা ছিল। তবে, কোভ্যাক্স প্রকল্পের কর্তাব্যক্তিদের মতে তহবিলের অভাব, সরবরাহ ঝুঁকি ও চুক্তি সংক্রান্ত জটিলতার কারণে এ লক্ষ্য অর্জন অসম্ভব মনে হচ্ছে। এই ব্যর্থতার কারণে ২০২৪ সালের আগে দরিদ্র দেশগুলোর জনগণের জন্য করোনা ভ্যাকসিন সরবরাহ করা সম্ভব নাও হতে পারে। এদিকে, বিশ্বজুড়ে আবারও ভয়ংকর হতে শুরু করছে মহামারি করোনা ভাইরাস। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী একদিনে রেকর্ড ১৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে, বর্তমানে বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাত কোটি ৪৫ লাখ। এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৬ লাখ ৫৫ হাজার